একটি ঘরে কয়েকজন মিলে অনেকগুলো পোস্টাল ব্যালট গুণছেন; একটি খামে ঠিকানা হিসেবে উল্লেখ আছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের নাম। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে একটি ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনারা এখান থেকে যেগুলা আছে, সব লইয়া যানগা। আমরার দরকার নাই। ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না”।
এছাড়া “একাধিকজন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে। তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে,” এমন বক্তব্যও শোনা যায় আরেকজনের কণ্ঠে।
অভিযোগ উঠেছে, বাহরাইনে জামায়াতে ইসলামীর একজন নেতার বাসা থেকেই পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেছে। এর মাধ্যমে নির্বাচনের আগে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন কেউ কেউ।
বাহরাইনের একাধিক প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, পোস্টাল ব্যালট পেতে কেবল বাহরাইন নয়, গোটা গাল্ফ বা উপসাগরীয় এলাকার প্রবাসী ভোটারদের সহায়তা করছে বিভিন্ন কমিউনিটি গ্রুপ।
প্রবাসী বাংলাদেশিদের অনেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, ভিডিওর যে ক্লিপগুলো সামাজিক মাধ্যমে এসেছে সেগুলো মূলত বাইরাইনের হিদ এলাকার।
ভিডিওটি জামায়াত নেতার বাড়িতে করা হয়েছে সামাজিক মাধ্যমে এমন দাবি করা হলেও বিষয়টি অস্বীকার করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
এ ঘটনায় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলছেন, “প্রবাসী ভোটাররা একটা ব্যালট পেয়েছেন এই আনন্দটুকু ধরে রাখার জন্য কেউ ভিডিওটা করে এটাকে পোস্ট করেছেন। তবে এটি করা উচিত হয়নি,” বলেও মন্তব্য তার।
No Comments Yet...